খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু
খুলনায় করোনার উপসর্গ নিয়ে ফেরদৌসি আরা (৭০) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাললে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর লবণচরা এলাকার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে যক্ষ্মায় আক্রান্ত ফেরদৌসি আরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা গেছেন। তার শ্বাসকষ্ট ছিল, সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করা হচ্ছে। গত ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে নুরুজ্জামান খান (৪২) নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করা হবে।
আলমগীর হান্নান/আরএআর/এমকেএইচ