করোনাভাইরাস : সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ এপ্রিল ২০২০

সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখা লকডাউন করা হয়েছে। ওই ব্যাংকের ১১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সাতজন অসুস্থ হয়ে পড়লে বুধবার সকাল থেকে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

সোনালী ব্যাংক রংপুর প্রধান শাখার ডিজিএম আব্দুল বারেক চৌধুরী জানিয়েছেন, ব্যাংকের সাতজন জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। অসুস্থদের মধ্যে গতকাল চারজনের ও বুধবার তিনজনের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে স্বাস্থ্য বিভাগের লোকজন। কিন্তু তাদের ফলাফল এখনও জানা যায়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার সকাল থেকে ব্যাংকের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

সোনালী ব্যাংকের রংপর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আব্দুল বারেক চৌধুরী বলেন, সাত কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হওয়ায় রংপুর বাজার শাখার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

জিতু কবীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।