বাগমারায় করোনা উপসর্গে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২২ এপ্রিল ২০২০

রাজশাহীর বাগমারায় সর্দি, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে এক কৃষকের (৫২) মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার আউচপাড়া ইউনিয়নের একটি গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। এলাকাবাসীর সন্দেহ তিনি প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন।

খবর পেয়ে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য দফতর। একইসঙ্গে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কিছুদিন চাঁপাইনবাবগঞ্জে থেকে বাড়িতে ফিরে অসুস্থ হন। তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

এক দিন আগ থেকে ডায়রিয়ায় আক্রান্ত হন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ অবস্থায় বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি নিজ বাড়িতে মারা যান।

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় পরিবার ও স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, লোকটির করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি ধূমপায়ী হওয়াতে দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছিলেন। পরিবারের সদস্যদের দেয়া তথ্যমতে, তিনি ডায়রিয়াতে মারা গেছেন। এরপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। ওই বাড়ির লোকজনকে আপাতত বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।