রাজশাহীতে জ্বর-সর্দি নিয়ে মারা যাওয়া নারীর করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৩ এপ্রিল ২০২০

রাজশাহীর মোহনপুরে জ্বর-সর্দি নিয়ে মারা যাওয়া পূর্ণিমা রানী সরকার (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। তার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আরিফুল কবির।

পূর্ণিমা রানী সরকার উপজেলার কেশরহাট বাজার খড়পট্টি এলাকার সুকুমার সরকারের স্ত্রী। গত রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে রামেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

স্বজনরা জানিয়েছেন, কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও কাশি ছাড়াও শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন পূর্ণিমা। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নমুনা সংগ্রহ করে পরদিন করোনা পরীক্ষার জন্য রামেকের ল্যাবে পাঠানো হয়। বুধবার রাতে পরীক্ষার ফলাফল আসে।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আরিফুল কবির জানান, পূর্ণিমা রানীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।