ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পলাতক করোনা রোগীর খোঁজ
সাভারে এক ব্যক্তি করোনা পজিটিভ রিপোর্ট আসার পর পালিয়ে গেছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এ ঘটনায় ওই করোনা রোগীর পরিচয় প্রকাশ করে তার সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
জানা যায়, রোববার (২৬ এপ্রিল) রাতে সাভার সদর ইউনিয়নের সেলিম হোসেন নামে এক করোনা রোগী পালিয়ে গেছেন। এটি জানতে পেরে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে শাহরিয়ার ইসলাম শরিফ। পরে রাতেই পুলিশের একটি অ্যাম্বুলেন্স তাকে খুঁজতে এসে না পেয়ে ফিরে যায়। এরপর ওই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় দুঃখ ও হতাশা প্রকাশ করে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ওই করোনা রোগীর রিপোর্টের ছবি দিয়ে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, যার পজিটিভ তাকে আমরা খুঁজে পাচ্ছি না। পুলিশ এলাকা লকডাউন করে রেখেছে। প্লিজ তাকে ধরিয়ে দিন। আমরা তাকে শাস্তি দেব না, সেবা দেব।
আল-মামুন/এফএ/এমএস