রংপুরে করোনাভাইরাস : একদিনে ১৯ জন আক্রান্ত
রংপুরের চার জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ১৯ জনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে রংপুর সদরে পাঁচজন, তারাগঞ্জে তিনজন, বদরগঞ্জে একজন , ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুইজন, বালিয়াডাঙ্গীতে একজন, হরিপুরে চারজন, পঞ্চগড়ের দেবীগঞ্জে দুইজন ও দিনাজপুরের হাকিমপুরে একজন শনাক্ত হয়েছেন।
রংপুর সদরে আক্রান্ত পাঁচজনের মধ্যে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক (একজন ইন্টার্ন চিকিৎসক), দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাজহাট সূর্যের হাসি ক্লিনিক সংলগ্ন এলাকার এক নারী। যিনি সোনালী ব্যাংক রংপুর বাজার শাখায় সিনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত। এ নিয়ে ওই ব্যাংকের সাতজন করোনায় আক্রান্ত হলেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুরে একদিনে সর্বোচ্চ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়াল। এদের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৫ , নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ১৬, রংপুরে ৩০, লালমনিরহাটে দুইজন, কুড়িগ্রামে নয়জন এবং পঞ্চগড়ে ছয়জন।
জিতু কবীর/এএম/এমএস