সাভারে গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ, অবিলম্বে গণপরিবহন চালু ও ত্রাণ সহায়তার দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন গণপরিহন শ্রমিকরা।
এ সময় শ্রমিকরা সড়কে বসে তিন দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর সরে যান পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে সবচেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা। প্রায় এক মাস কর্মহীন অবস্থায় থাকলেও তাদের কোনো ত্রাণ কিংবা সহায়তা প্রদান করেনি কেউ। এতে পরিবার নিয়ে চরম উৎকণ্ঠা ও হতাশা নিয়ে দিন পার করছেন। তারা শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ, অবিলম্বে গণপরিবহন চালু ও ত্রাণ সহায়তার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
সাভার পরিবহনের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে সড়কে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেয়।
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, করোনা সংকটের মাঝে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কোনো সাহায্য না পেয়ে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে শ্রমিকদের সহযোগিতার জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা শেষে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে চলে যান।
আল-মামুন/আরএআর/পিআর