সিলেটে করোনাভাইরাস : আক্রান্তের সংখ্যা বেড়ে ১১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০১ মে ২০২০

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে নতুন করে আরও ১২২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে দুজন ও মৌলভীবাজারে ২৭ জন।

শুক্রবার (০১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ৫৪ জন ও মৌলভীবাজারে ১১ জন। সিলেট বিভাগে এখন পর্যন্ত একজন শিশু ও একজন চিকিৎসকসহ মারা গেছেন তিনজন আর সুস্থ হয়েছেন দুজন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন দুজন।

ডা. আনিস আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৭১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং যুক্ত হয়েছেন ১২২ জন।

সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট নয় হাজার ৫৯৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ছয় হাজার ৪৫৯ জন। বর্তমানে সিলেট বিভাগে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন তিন হাজার ১৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১৫ জন, সুনামগঞ্জে ১৭৪৬ জন, হবিগঞ্জে ৭৭৪ জন ও মৌলভীবাজারে ৩০৩ জন।

ছামির মাহমুদ/এএম /জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।