এক ক্লিকেই ঘরে যাবে কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৪ মে ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে লকডাউন। এ অবস্থায় প্রান্তিক কৃষক, পোল্ট্রি ও ডেইরি খামারিদের উৎপাদিত পণ্য মোবাইল অ্যাপসের মাধ্যমে বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। খুলনার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেনের তত্ত্বাবধানে তৈরি ‘হাতের মুঠোয় কাঁচাবাজার’ নামক অ্যাপসের মাধ্যমে ক্রেতা ঘরে বসেই ন্যায্যমূল্যে বাজার করতে পারবেন।

অ্যাপসের ‘ঘরে বসে কৃষি বাজার করি’ কার্যক্রমের আওতায় শাক-সবজি, কাঁচা তরকারি, ফলমূল ইত্যাদি কেনা যাবে। ‘ডিজিটাল সুন্দরবন প্রোটিন হাউজ’ কার্যক্রমের আওতায় আমিষজাতীয় পণ্য ডিম-দুধ ইত্যাদি কেনা যাবে।

গুগল প্লে-স্টোর থেকে ‘হাতের মুঠোয় কাঁচা বাজার’ অ্যাপসটি সহজেই ডাউনলোড করা যাবে। ভোক্তা সাধারণ তাদের পছন্দ অনুযায়ী অর্ডার করলে ন্যায্যমূল্যের বিনিময়ে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দল ঘরে ঘরে পণ্য পৌঁছে দেবে পণ্য।

খুলনা জেলা প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে খুুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতর, জেলা প্রাণিসম্পদ অফিস এবং খুলনা কৃষি বিপণন অধিদফতর। খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।