খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আনসার (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৫ মে) ভোরে তার মৃত্যু হয়। আনসার মাগুরা জেলার বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আনসারকে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভোরে তার মৃত্যু হয়। তার সর্দি-কাশি ছিল বলেও জানান ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস।
আলমগীর হান্নান/আরএআর/জেআইএম