ছাত্রীদের এক মাসের ভাড়া মওকুফ করলেন তিনি
চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। আয়-রোজগার বন্ধ থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি-বেসরকারি নানা ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই মাঝে রংপুর শহরের খামার পাড়ার রাজমহল ছাত্রীনিবাসের মালিক রেজাউল ইসলাম রাজু এক মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার(৫ মে) সকালে ভাড়া মওকুফ করার বিষয়টি তিনি জাগো নিউজকে জানান।
ছাত্রীনিবাসের মালিক রেজাউল ইসলাম রাজু জানান, খামার তাবলিগ মসজিদ সংলগ্ন রাজমহল ছাত্রীনিবাসটি ২০১৪ সালে চালু করা হয়। ২১টি সিটের মধ্যে ১৮-১৯ টিতে সার্বক্ষণিক শিক্ষার্থী অবস্থান করেন। বিদ্যুৎ বিল বাদ দিয়ে প্রতি মাসে ৯-১০ হাজার টাকা মেস ভাড়া থেকে আয় হয়। বাবা জাবেদ আলী ছিলেন আইনজীবী। তার মৃত্যুর পর মেস ভাড়া থেকে যা আয় হয় তা দিয়েই মাকে নিয়ে সংসার পরিচালনা করছেন শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম রাজু।
তিনি বলেন, তার মেসে অবস্থানরত শিক্ষার্থীরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। অনেকেই কষ্ট করে এই মেসে থেকে কারমাইকেল কলেজে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। চলমান করোনা পরিস্থিতিতে অনেক অভিভাবকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন তারা। জাতীয় এই দুর্যোগে এসব অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে তাই নৈতিক দায়িত্ববোধ থেকে গত এপ্রিল মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছি।
ওই ছাত্রীনিবাসের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, এই দুর্যোগময় মুহূর্তে ছাত্রীনিবাসের মালিক এক মাসের ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন। এতে আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত পরিবার কিছুটা হলেও উপকৃত হবে। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিক্ষার্থী
জিতু কবীর/আরএআর/জেআইএম