করোনা পরিস্থিতিতে রাজশাহীর হালহকিকত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০৫ মে ২০২০

ভয়াবহ করোনা পরিস্থিতিতে রাজশাহী জেলায় ২ লাখ ৭৫ হাজার ৪১০ পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রাজশাহীর জেলা প্রশাসন।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজশাহীতে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৪১০টি কর্মহীন ও অসহায় পরিবারে ২ হাজার ৪৪৬ টনের বেশি খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে ১ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭৭৮ টাকা। পরিস্থিতি মোকাবেলায় আরও ৫০০ টন খাদ্য সামগ্রী ও ২৬ লাখ নগদ অর্থ মজুত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ জন। বর্তমানে আক্রান্তদের মধ্যে ১৬ জন হোম আইসোলেশনে রয়েছেন। এ যাবত আইসোলেশনে থাকা অবস্থায় একজন মৃত্যুবরণ করেছেন।

জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৭২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মোট ১ হাজার ৬৪৭ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজশাহীতে ১০টি সরকারি চিকিৎসা কেন্দ্রের ১১৫টি বেড করোনা চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে। ১৬ জন ডাক্তার ও ১৩ জন নার্স করোনা চিকিৎসায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।

ইতোমধ্যে ৫ হাজাট ৭৯২ সেট পিপিই বিতরণ করা হয়েছে। আরও ৬ হাজার ৩৮৭ সেট ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও প্রয়োজনীয় জরুরি ওষুধ মজুত রয়েছে বলে প্রতিবেদনে জানা যায়।

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে এবং অসাধু বিক্রেতা বা ব্যবসায়ী কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি রোধে পরিচালিত অভিযানের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।