রংপুরে একদিনে ১২ পুলিশসহ করোনাভাইরাসে আক্রান্ত ৩১
রংপুরে পুলিশ, ব্যাংক কর্মকর্তা, নার্স ও শিশুসহ একদিনে নতুন করে ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়।
এ নিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২০ জনে। শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি বলেন, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৩১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সবাই রংপুর জেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে নগরীর কারুপণ্য ফ্যাক্টরি লিমিটেডের এক কর্মকর্তা (৪৩), দেওয়ানবাড়ি রোডের এক পুরুষ (৫২), রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার নয়জনসহ ১২ পুলিশ সদস্য (যাদের বয়স ২২ থেকে ৪৮), নগরীর শালবন এলাকার একই পরিবারের এক কিশোর (১৮), শিশু (১২), বৃদ্ধা (৭২) এবং দুই নারী (৪৭ ও ৩৬), সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখায় কর্মরত রংপুর নগরীর বাসিন্দা তিনজন (৪৩, ৩৬, ৪৮), রমেক হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের সিনিয়র স্টাফ নার্স (৪৫), রংপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের এক টেকনোলোজিস্ট (৪০), খটখটিয়া এলাকার এক বৃদ্ধা (৬০) ও ওই বাড়ির গৃহকর্মী শিশু (১২), ধাপ লালকুঠি লেনের এক নারী (৩৬), সেনপাড়া এলাকার এক যুবক (২৬), আরকে রোডের স্বপ্নচূড়ায় এক যুবক (৩০), হারাগাছ পৌর এলাকায় এক তরুণী (২০) এবং মিঠাপুকুর উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামের এক বৃদ্ধ (৫০)। আজকের ৩১ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২০ জনে।
জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৪ জনকে রংপুর করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত সাতজন সুস্থ হয়েছেন।
এদিকে, শুক্রবার দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নীলফামারীর পাঁচজন ও দিনাজপুরের দুইজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ ৩৮ জন শনাক্ত হলো।
জিতু কবীর/এএম/জেআইএম