সিলেটে করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৯ মে ২০২০

সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে আক্রান্ত ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ নিজ বাড়িতে মারা গেছেন। শুক্রবার (৮ মে) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ৫নং আলীরগাও ইউনিয়নের ধর্মগ্রামে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেলেন।

শনিবার (৯ মে) সকাল ৯টায় জানাজা শেষে ওই বৃদ্ধকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সংক্রমণ বিধি অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাফন কাজ সম্পন্ন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, জ্বর ও সর্দি-কাশি থাকায় ওই ব্যক্তি গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে করোনা পরীক্ষার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওসমানী হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই দিনই তিনি বাড়িতে ফিরে আসেন। শনিবার (২ মে) দুপুরের দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

Sylhet

তিনি বলেন, বিষয়টি অবগত হওয়ার পর গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে তার বাড়িতেই একটি কক্ষে আলাদা করে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। একই সময় করোনা আক্রান্ত ব্যক্তির গ্রামের মসজিদসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করা হয়।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, গোয়াইনঘাটে করোনা আক্রান্ত ওই ব্যক্তি চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত ১২টায় মারা যান। গোয়াইনঘাট থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের উপস্থিতে তার জানাজা, দাফনসহ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা বীরকুলি গ্রামে ঢাকাফেরত এক যুবকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ছামির মাহমুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।