বরিশালে চিকিৎসক-নার্সসহ ৫০ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০২:৩৬ এএম, ১০ মে ২০২০

বরিশালে গত ২৪ ঘণ্টায় আরও ১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।

আক্রান্তদের মধ্যে ৯ জন চিকিৎসক, ৫ জন সেবিকাসহ সরকারি হাসপাতালের ১৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

শনিবার (৯ মে) রাত ১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।

তিনি বলেন, এ পর্যন্ত বরিশলে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলার ১০ উপজেলার মধ্যে নগরীসহ সদর উপজেলায় আক্রন্ত রোগীর সংখ্যা বেশি। সদর উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। এরপর রয়েছে বাবুগঞ্জ উপজেলা। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১২ জন। আক্রান্তের দিক তৃতীয় স্থানে রয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা। এ উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। চতুর্থ স্থানে রয়েছে উজিরপুর উপজেলা। এ উপজেলায় আক্রান্ত ৪ জন। এছাড়া হিজলায় ৩ জন, গৌরনদীতে ৩ জন, বানারীপাড়ায় ২ জন, মুলাদীতে ১ জন, আগৈলঝাড়ায় ১ জন এবং বাকেরগঞ্জ উপজেলায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ডা. মনোয়ার হোসেন জানান, করোনা শনাক্ত ৫০ জনের মধ্যে ৯ জন চিকিৎসক, ৫ জন সেবিকাসহ সরকারি হাসপাতালের ১৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তবে চিকিৎসার পর ৫০ জনের মধ্যে ৩৩ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। ছাড়পত্র পেয়ে তারা হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে এক সেবিকা ও এক স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। আর এ জেলায় করোনায় মারা গেছেন ১ জন। মারা যাওয়া ওই রোগীর বাড়ি মুলাদী উপজেলায়।

সাইফ আমীন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।