সাভারে ৫৫ নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত
ঢাকার সাভার উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সাভারে করোনায় আক্রান্তের সংখ্যা ১২২।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা মিঠু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সাভারে গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩২ জনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।
অন্যদিকে পার্শ্ববর্তী ধামরাই উপজেলায় গত ২৪ ঘণ্টায় একজনের করোনা শনাক্ত হওয়ার কথা জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফাত আরা।
তিনি বলেন, এখন পর্যন্ত ধামরাই উপজেলায় ৫২৮ জন লোকের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৪ জনের মধ্যে ৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। বাকি আক্রান্ত রোগীদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।
আল-মামুন/এফএ/এমকেএইচ