খুলনা বিভাগে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ১৫ মে ২০২০

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। শুক্রবার ১২৯ জনের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা।

তিনি জানান, শুক্রবার খুলনা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া কুষ্টিয়ার ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতেও সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কারও নমুনা পরীক্ষা করা হয়নি।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শুক্রবার খুমেকের আরটিপিসিআর মেশিনে ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে খুলনা জেলার ৬টি নমুনা ছিল। এদের মধ্যে সকলের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

আলমগীর হান্নান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।