সিলেটে নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১২:৪৩ এএম, ১৬ মে ২০২০

সিলেট জেলায় শুক্রবার একদিনে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। ১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট মহানগরে ৭ জন, দক্ষিণ সুরমায় ৫ জন ও ওসমানীনগর উপজেলায় একজন রয়েছেন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এরপর গত ১৫ এপ্রিল তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান।

শুক্রবার ১৩ জন নিয়ে সিলেট জেলায় মোট শনাক্তের সংখ্যা ১১৬ জন। আর পুরো সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন।

বিভাগের অন্য তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পুরো বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৯ জন।

ছামির মাহমুদ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।