করোনাভাইরাসে নোয়াখালীর আরও একজনের মৃত্যু, বাড়ি লকডাউন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। তিনি সোনাইমুড়ী পৌরসভার রামপুর গ্রামের বাসিন্দা। গত ১১ মে রাতে ঢাকার কুর্মিটোলা জেনালের হাসপাতালে তার মৃত্যু হয়।
শনিবার (১৬ মে) দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন। ফলে ওই ব্যক্তির বাড়ি লকডাউন ও পরিবারে সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হওয়ায় ওই ব্যক্তিকে গত ১০ মে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১১ মে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে ওইদিন রাতেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। শনিবার দুপুরে তার করোনা পজিটিভ বলে খবর আসে।
তিনি আরও জানান, ওই ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের সাত সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এখন করোনা পজিটিভ রিপোর্ট আসায় বাড়ি লকডাউন ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের এক ইতালি প্রবাসী (৪৫) করোনার উপসর্গ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মিজানুর রহমান/আরএআর/এমকেএইচ