রাজশাহীতে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৭ মে ২০২০

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

রোববার (১৭ মে) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান সাবেরা গুলনাহার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আক্রান্ত ওই রোগীর বাড়ি পাবনার বেড়া উপজেলায়। করোনা পজিটিভ পাওয়ার পর বিষয়টি পাবনার সিভিল সার্জনকে জানানো হয়েছে। রোববার দুই শিফটে মোট ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু হয়। তবে রিপোর্ট পাওয়া গেছে ১৪৬টি নমুনার। এতে ওই একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। ত্রুটি থাকায় ৪২টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে, পাবনায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ জন। এর আগে শনিবার রামেকের ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়। তিনি রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে বৃহস্পতিবার থেকে চিকিৎসাধীন।

রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ করোনা রোগী। করোনায় প্রাণ গেছে বিভাগে দুইজনের। করোনা জয় করে ঘরে ফিরেছেন ৬৬ জন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।