খুলনায় ৭ জনের করোনা শনাক্ত, উপসর্গে একজনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটিপিসিআর ল্যাবে এক নার্সসহ ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫ জনের বাড়ি খুলনায়, বাকি দুইজন বাগেরহাট জেলার। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি জানান, আজ খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে খুলনা জেলার নমুনা ছিল ৬৭টি। এদের মধ্যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৫ জনই খুলনার। বাকি দুইজন বাগেরহাট জেলার।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স। তিনি সপ্তাহখানেক আগে ঢাকা থেকে খুলনায় এসেছেন। তার বাসা ডুমুরিয়া উপজেলার শাহপুরে। আরেকজন গত রোববার নিয়োগপ্রাপ্ত করোনা আক্রান্ত নার্সের স্বামী, অপরজন রূপসা উপজেলার জাবুসা এলাকার এক যুবক। বাকি দু’জনের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া বাগেরহাট জেলার দুইজনের মধ্যে একজন রামপাল অপরজন ফকিরহাট উপজেলার বাসিন্দা। তারাও সম্প্রতি ঢাকা থেকে খুলনায় ফিরেছেন।
এদিকে সোমবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কবিতা মন্ডল নামে ৫৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৪টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
তিনি জানান, খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা এলাকার কবিতা মন্ডল জ্বর, শ্বাসকষ্ট ও কাঁশি নিয়ে সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। বিকাল সাড়ে ৪টায় তিনি মারা যান। কবিতা মন্ডলের শরীর থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
আলমগীর হান্নান/এফএ/এমএস