খুলনার ল্যাবে আরও ৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৯ মে ২০২০
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ঝিনাইদহের এক সাংবাদিকসহ আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন খুলনার, ঝিনাইদহের একজন ও নড়াইলের তিনজন।

মঙ্গলবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি জানান, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ৩২টি। এদের মধ্যে ৭ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে তিনজন খুলনা জেলার বাসিন্দা। একজন ঝিনাইদহের ও বাকি তিনজন নড়াইল জেলার।

তিনি আরও জানান, শনাক্তদের মধ্যে একজন ঝিনাইদহ জেলার সাংবাদিক (৪০) রয়েছেন। খুলনার তিনজনের মধ্যে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকার দুইজন পুরুষ। তাদের বয়স ৪৪ ও ২৪। বাকি একজন দাকোপ উপজেলার বাসিন্দা (৩০)। নড়াইলের তিনজনের মধ্যে একজন শিশু (৫) ও দুইজন নারী (৩০) ও (২০)। তারা লোহাগড়া ও বাশগ্রাম এলাকার বাসিন্দা।

আলমগীর হান্নান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।