বরিশালে ৩ পুলিশসহ আরও ১৮ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১১:৫১ পিএম, ২০ মে ২০২০

বরিশালে নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১২১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশাল নগরীর ১৩ জন ও উজিরপুর উপজেলার একজন এবং বাকেরগঞ্জ উপজেলার একজন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইজন ও বরিশাল জেলা পুলিশের একজন সদস্য রয়েছেন।

গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ স্বাস্থ্য বিভাগের ৭৯ জন, উজিরপুর উপজেলায় আটজন, মেহেন্দীগঞ্জ উপজেলায় পাঁচজন, বাকেরগঞ্জ উপজেলায় চারজন, বানারিপাড়া, হিজলা ও আগৈলঝাড়া উপজেলায় তিনজন করে, গৌরনদী ও মুলাদী উপজেলায় দুইজন করে মোট ১২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় এ পর্যন্ত ৩৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সাইফ আমীন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।