রংপুরে করোনায় প্রাণ গেল একজনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৪ মে ২০২০
প্রতীকী ছবি

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মফিজ উদ্দিন (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি রংপুর শহরের ধাপ লালকুঠি এলাকার বাসিন্দা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী জানান, মফিজ উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ১৫ মে তাকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন বলে জানান এই চিকিৎসক।

জিতু কবীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।