রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে ৬৩৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৫ মে ২০২০

রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের।

সোমবার (২৫ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬৩৩ জনের। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৯৩ জন। করোনায় প্রাণ গেছে এ পর্যন্ত পাঁচজনের। তবে করোনাজয় করে ঘরে ফিরেছেন ১৬১ জন।

এখন বিভাগে করোনার হটস্পট বগুড়া। এই জেলায় সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে তিনজনের। এই জেলার ৩৩ করোনা আক্রান্ত এখন হাসপাতালে। করোনাজয় করেছেন ১৯ জন। করোনায় প্রাণ গেছে বগুড়ায় একজনের।

গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে জয়পুরহাটে। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬২ জনের। এখানের ১৩৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। করোনাজয় করে ঘরে ফিরেছেন ৪৯ জন।

বিভাগে তৃতীয় সর্বোচ্চ নওগাঁয় ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় আরও দুইজনের করোনা ধরা পড়েছে। করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এখানকার ছয়জন। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন।

গত ২৪ ঘন্টায় চারজনের করোনা শনাক্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্ত দাঁড়াল ৪৩ জনে। এখানকার আট করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। আর করোনাজয় করেছেন এখানকার ১১ জন। তবে করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর দুইজন।

নতুন করে আরেকজনের করোনা ধরা পড়ায় পাবনায় আক্রান্ত দাঁড়াল ৩২ জনে। করোনাজয় করেছেন এখানকার চারজন।

তবে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েনি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জ জেলায়। এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ৪৬ জন, নাটোরে ৫১ জন এবং সিরাজগঞ্জে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোর ও সিরাজগঞ্জে একজন করে প্রাণ গেছে করোনায়। তবে করোনাজয় করেছেন নাটোরে নয়জন, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে তিনজন করে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।