করোনা ইউনিটে ভর্তির ৫ ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক রোগীর (৬২) মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।একই দিন দুপুর পৌনে ২টার দিকে ওই রোগীকে করোনা ইউনিটে ভর্তি করান তার স্বজনরা। মারা যাওয়া ওই পুরুষ রোগীর বাড়ি নগরীর কাশিপুরের তেতুলতলা এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ওই রোগী। দুপুর পৌনে ২টার দিকে তাকে করোনা ইউনিটে ভর্তি করান তার স্বজনরা। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। বিকেলে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, নমুনা সংগ্রহের পর তার মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন করতে বলা হয়েছে।
সাইফ আমীন/এমএএস/পিআর