খুলনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৮ মে ২০২০

খুলনা মেডিকেল কলেজের ল্যাবে তিন পুলিশ সদস্যসহ আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের দুইজন তেরখাদা থানার পুলিশ সদস্য, একজন শিল্পাঞ্চল পুলিশের সদস্য, বাকিরা দিঘলিয়া ও দাকোপ উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

ডা. মেহেদী নেওয়াজ বলেন, বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১১৬টি। এদের মধ্যে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবাই খুলনার বাসিন্দা। এদের মধ্যে পুলিশের সদস্য তিনজন রয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তদের একজন তেরখাদা থানা পুলিশের এসআই (৩৭), আরেকজন একই থানা পুলিশের এএসআই (৪২), একজন শিল্পাঞ্চল পুলিশের সদস্য (২০), ছয়জন দিঘলিয়া উপজেলার বাসিন্দা; তাদের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ। দুইজন দাকোপ উপজেলার বাসিন্দা; তাদের একজন বাজুয়া এলাকার নারী (২৮), আরেকজন জয়নগর এলাকার যুবক (২০)।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ল্যাবে ১১ জন ও কুষ্টিয়ার ল্যাবে নয়জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনা বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭৫ জন। এদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৮৮ জন।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।