ময়মনসিংহে একদিনে চিকিৎসকসহ ৬৩ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:০০ পিএম, ০২ জুন ২০২০
প্রতীকী ছবি

ময়মনসিংহে নতুন করে চিকিৎসকসহ ৬৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জন।

মঙ্গলবার (২ জুন) সকালে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসকসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী, ঈশ্বরগঞ্জের পাঁচজন, ত্রিশালের পাঁচজন, ও নান্দাইলের চারজন রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। হোম আইসোলেশনে আছেন ৩৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮৮ জন। আর মৃত্যু হয়েছে ছয়জনের।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।