রাজশাহী বিভাগে করোনায় নতুন আক্রান্তের রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৩ জুন ২০২০

একদিনে রাজশাহী বিভাগে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বোচ্চ ৮৮ জন আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময় মারা গেছেন একজন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ জন। এছাড়া সুস্থ হয়েছে দুই করোনা রোগী।

বিভাগে এ পর্যন্ত এক হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৩ জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮০ জন। এ পর্যন্ত বিভাগজুড়ে ৯ জনের প্রাণ নিয়েছে করোনা।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড এটি।

এদিন সর্বোচ্চ ৫৭ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জ ও পাবনায় ১৩ জন করে এবং নাটোরে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা ধরা পড়েনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাটে।

একমাত্র রাজশাহীতেই মারা গেছেন এক করোনা রোগী। নওগাঁ ও নাটোরে সুস্থ হয়েছেন একজন করে। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বগুড়ার ৫ জন এবং সিরাজগঞ্জের দুজন।

বিভাগের আট জেলার মধ্যে এ পর্যন্ত বগুড়ায় ৪৪৯ জন, জয়পুরহাটে ১৮১ জন, নওগাঁয় ১৩২ জন, রাজশাহীতে ৬১ জন, নাটোরে ৫৮ জন, সিরাজগঞ্জে ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪ জন এবং পাবনায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত রাজশাহীতে ৩ জন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন, বগুড়ায় একজন এবং নাটোরে একজনের প্রাণ নিয়েছে করোনা।

তবে করোনা জয় করেছেন নওগাঁয় ৮৯ জন, জয়পুরহাটে ৭৮ জন, বগুড়ায় ৩৩ জন, রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, নাটোরে ১১ জন, সিরাজগঞ্জে ৮ জন এবং পাবনায় ৮ জন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।