করোনায় যুক্তরাষ্ট্রে সাংবাদিক স্বপন দাসের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সির পার্শ্ববর্তী ‘রংকল-কমা’র বাসিন্দা বাংলাদেশি বংশোভূত সাংবাদিক ও কলামিস্ট স্বপন দাশ (৫৫) মারা গেছেন।
তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পূর্ব-জানাইয়া গ্রামের প্রয়াত ব্যবসায়ী ঠাকুর মণি দাশ ও প্রীতি রানী দাশ দম্পতির বড় ছেলে।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত তিনি সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধির দায়িত্বপালন করার পাশাপাশি বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতির দায়িত্ব পালনও করেছেন।
যুক্তরাষ্ট্রে তিনি স্ত্রী শিখা রানী দাশ ও একমাত্র ছেলে রিমন দাশ অর্ক, মা ও দুই ভাই, এক বোনসহ দেশে-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিউজার্সি এলাকার স্পনীব্রোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ তথ্য নিশ্চিত করেন দেশে অবস্থানরত তার ছোট ভাই বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য তপন কুমার দাশ।
তিনি বলেন, শুক্রবার (৫ জুন) রাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী (প্রয়াত স্বপন দাশের শ্যালক) অঞ্জন দাস মোবাইল ফোনে তার বড় ভাই স্বপন দাশ মারা যাওয়ার বিষয়টি তাকে জানিয়েছেন।
তিনি জানান, স্থায়ীভাবে বসবাসের জন্য ২০১৬ সালে স্ত্রী-সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন স্বপন দাস। সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে সপরিবারে দেশে ফিরে দু’মাস পর আবার যুক্তরাষ্ট্রে যান। এরপর ২০২০ সালের এপ্রিলে তার করোনা পজিটিভ হলে ২০ এপ্রিল তাকে নিউজার্সি এলাকার ‘স্পনীব্রোক হাসপাতালে ভর্তি করা হয়। এর এক মাস পর ২২ মে তার অবস্থার আরও অবনতি হলে তাকে ওই হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে করোনার কাছেই হার মানতে হয়েছে তাকে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমপি মোকাব্বির খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীও।
ছামির মাহমুদ/এমএএস/এমকেএইচ