ময়মনসিংহে করোনা আক্রান্তের সংখ্যা ৭শ ছাড়ালো, মৃত্যু ৮
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আকান্তের সংখ্যা দাঁড়ালো ৭১৪ জন। এদের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন আটজন।
সোমবার (৮ জুন) দুপুরে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (৭ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে সদর উপজেলায় আটজন, ভালুকায় ২১ জন, ফুলপুরে পাঁচজন, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জে তিনজন করে, গৌরীপুর ও ফুলবাড়িয়ায় দুই জন করে এবং তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় আক্রান্ত ৭১৪ জনের মধ্যে ৪৬৬ জন আইসোলেশনে রয়েছেন। এদের মধ্যে ৪৩৩ জন হোম আইসোলেশনে ও ৩৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। আটজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়েছেন। আটজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে সদরে। এখানে মোট আক্রান্ত ৩৭৯ জন। এদের মধ্যে ১৭৮ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। এছাড়া ভালুকার ১০০ জন, ঈশ্বরগঞ্জের ৩৮, ধোবাউড়া ও ফুলপুরের ৩৪ জন করে, গফরগাঁওয়ের ৩৩ জন, ত্রিশালের ২৬ জন, নান্দাইল ও মুক্তাগাছার ১৪ জন করে ও ফুলবাড়িয়া উপজেলার ১৬ জন রয়েছেন।
আরএআর/এমকেএইচ