রাজশাহী বিভাগে একদিনে করোনায় ৪ জনের মৃত্যু

রাজশাহী বিভাগজুড়ে একদিনে নতুন করে ১৩৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ৪ করোনা রোগী। এনিয়ে বিভাগে করোনা সংক্রমণ এক হাজার ৯৯১ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত বিভাগে ২৪ জনের প্রাণ নিয়েছে করোনা।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ১৩৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৮২ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, পাবনায় ১৭ জন, রাজশাহীতে ৮ জন এবং নাটোরে ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
একদিনে করোনা প্রাণ নিয়েছে চার জনের। এর মধ্যে তিন জনই বগুড়া জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি পাবনায়। তবে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২৬ জন। এর মধ্যে বগুড়া ও নওগাঁয় ১২ জন করে এবং পাবনায় ২ দুজন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। এর মধ্যে বগুড়ার ৩ জন, পাবনার দুজন এবং জয়পুরহাটের একজন।
বিভাগীয় স্বাস্থ্য দফতর জানাচ্ছে, এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়, এক হাজার ৩৩ জন। এছাড়া জয়পুরহাটে ২১৪ জন, নওগাঁয় ১৬৩ জন, সিরাজগঞ্জে ১৬২ জন, পাবনায় ১৬১ জন, রাজশাহীতে ১০৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৮ জন এবং নাটোরে ৭৬ জন।
করোনায় এ পর্যন্ত যে ২৪ জনের প্রাণ গেছে তাদের ১১ জনই বগুড়া জেলার বাসিন্দা। এই তালিকায় আরও রয়েছেন পাবনায় ৪ জন, রাজশাহীতে ৩ জন, নওগাঁয় ৩ জন, সিরাজগঞ্জে দু’জন এবং নাটোরে এক জন।
এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৪৩৯ জন। এর মধ্যে ১১৫ জন জয়পুরহাট জেলার বাসিন্দা। এছাড়া নওগাঁয় ১১১ জন, বগুড়ায় ৮২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪২ জন, নাটোরে ৩৯ জন, রাজশাহীতে ২৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জন।
করোনা নিয়ে এ পর্যন্ত যে ৩৫৮ জন হাসপাতালে এসেছেন তার মধ্যে ১৮৭ জনই জয়পুরহাটের বাসিন্দা। এছাড়া বগুড়ায় ১২৬ জন, রাজশাহীতে ২২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ৭ জন, পাবনায় ৫ জন এবং সিরাজগঞ্জে ৩ জন।
ফেরদৌস সিদ্দিকী/এফএ/পিআর