রংপুরে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ১০০ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:১০ পিএম, ১৩ জুন ২০২০

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ছয়জন বাড়ি ফিরেছেন। করোনামুক্ত হওয়ায় ওই ছয়জনকে শনিবার (১৩ জুন) দুপুরে ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে এই হাসপাতাল থেকে ১০০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

নতুন ছাড়পত্রপ্রাপ্তরা হলেন- পুলিশ সদস্য মোসলেম উদ্দিন (৪৯) ও জান্নাতী আখতার (২১), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আয়েশা খাতুন (৩৬) এবং রংপুর শহরের বাসিন্দা আমানুল্লাহ খান (৫৫), সুমাইয়া মল্লিক (১৯) এবং সাফিনা মল্লিক (৫০)। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদের ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস.এম নূরুন নবী বলেন, আমানুল্লাহ খান ২৯ মে, মোসলেম উদ্দিন ৩১ মে, জান্নাতী ১ মে এবং আয়েশা, সুমাইয়া ও সাফিনা ২ মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ছয়জনের শরীরে করোনার উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় শনিবার ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতাল চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৪৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১০০ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ৩৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, বাড়িতে ও হাসপাতাল মিলে শনিবার সকাল পর্যন্ত রংপুর জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৩০৫ জন। মোট আক্রান্ত রোগী ৬৩৬ জন এবং মারা গেছেন ১২ জন।

জিতু কবীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।