করোনায় মারা গেছেন নওগাঁর সেই স্কুলশিক্ষক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর স্কুলশিক্ষক চিরঞ্জিত মণ্ডল (৫০) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিরঞ্জিত মণ্ডল নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া এলাকার চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে। নুমনা পরীক্ষায় শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে করোনাভাইরাস ধরা পড়েনি শুক্রবার সকালে হাসপাতালের ২৯ নম্বর করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে মারা যাওয়া ফাতেমা বেগমের (৪৫)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার মজিদপুরের নবিকুর রহমানের স্ত্রী।
শুক্রবার (১২ জুন) মরদেহের নমুনা নিয়েছিল রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রামেক হাসপাতাল বহির্বিভাগের মলিক্যুলার বায়োলজি ল্যাবে তাদের নুমনা পরীক্ষা হয়। সন্ধ্যায় এই ফল আসে।
চিরঞ্জিত মণ্ডল ছাড়াও একই ল্যাবে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা তিনজনই রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শনিবার রামেক হাসপাতালের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে মৃতসহ একজন চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ৯০টি রিপোর্ট নেগেটিভ।
এমএসএইচ