করোনাভাইরাস : খুলনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৫০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৫ জুন ২০২০

গত ২৪ ঘণ্টায় খুলনায় আরও ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫০ জনে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, সোমবার খুমেকের ল্যাবে ২৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনার ১৬৯ জনের নমুনা ছিল। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ৬০ জনের। যার মধ্যে খুলনার ৪২ জন, সাতক্ষীরার সাতজন, বাগেরহাটের ছয়জন, যশোরের একজন, নড়াইলের একজন, মাগুরার একজন, পিরোজপুরের একজন ও পঞ্চগড়ের একজন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সোমবার দুপুর পর্যন্ত খুলনায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ৪০৮ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ৪২ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা হলো ৪৫০ জন।

আলমগীর হান্নান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।