সিলেটে করোনায় লন্ডনপ্রবাসীসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:৫১ পিএম, ১৫ জুন ২০২০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে এক লন্ডনপ্রবাসীসহ চারজন মারা গেছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় একদিনে তিন রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জন্মেজয় দত্ত।

তিনি বলেন, সোমবার সকালে ও দুপুরে তিন রোগীর মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন রোগী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছিলেন। অন্যজন করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন রোগী। যাদের ৬৩ জনই করোনা পজিটিভ ও ২৫ জন রোগী করোনা সন্দেহভাজন।

ডা. জন্মেজয় দত্ত আরও বলেন, করোনা আক্রান্ত ৬৩ জন রোগীর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া আইসিইউতে করোনা সন্দেহভাজন একজন রোগী রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারি বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের বাসিন্দা লন্ডনপ্রবাসী জামাল উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের বেসরকারি মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৫৬ জন মারা গেলেন। এর মধ্যে সিলেট জেলায় ৪৪ জন। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে চারজন করে মারা গেছেন।

সোমবার রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪১৩ জন, সুনামগঞ্জে ৫৬৩, হবিগঞ্জে ২৩৯ ও মৌলভীবাজারে ১৯১ জন।

ছামির মাহমুদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।