রংপুরে মেসভাড়া ৪০ শতাংশ মওকুফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৮ জুন ২০২০

করোনাকালীন লকডাউনে রংপুরের সব মেসে ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেস মালিক সমিতি ও ছাত্র প্রতিনিধিদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে চলমান লকডাউনে মেস ভাড়া মওকুফ বিষয়ে মেস মালিক ও ছাত্রনেতাদের মধ্যে আলোচনা হয়। পরে সর্বসম্মতিক্রমে এপ্রিল মাস থেকে প্রত্যেক মেসের ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, লকডাউনে পুরো দেশ স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা জেলা প্রশাসন বৈঠকের আয়োজন করে সুষ্ঠু সমাধানে এসেছি।

বৈঠকে উপস্থিত বেরোবি ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আমরা অর্ধেক ভাড়া মওকুফের দাবি জানিয়েছিলাম। পরে সর্বসম্মতিক্রমে ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সভায় রংপুরের বিভিন্ন এলাকার মেস মালিক সমিতির প্রতিনিধিসহ ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

গত কয়েকদিন ধরে মেস ভাড়া মওকুফ নিয়ে মেস মালিক ও ছাত্রনেতাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইপক্ষই বিভিন্ন দাবি জানায়। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন বৃহস্পতিবার যৌথ বৈঠকের আয়োজন করে। পরে দুই পক্ষ বসে বিষয়টির সমাধান করা হয়।

জিতু কবীর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।