করোনা জয় করেছেন রাজশাহী রেঞ্জের ৮০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৮ জুন ২০২০

প্রাণাঘাতি করোনা প্রতিরোধ যুদ্ধে নেমে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে আবারো করোনা ঠেকানোর সম্মুখযুদ্ধে নেমেছেন রাজশাহী রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের ৮০ জন সদস্য।

রাজশাহী রেঞ্জ পুলিশের স্টাফ অফিসার সাকিব হোসাইন বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাকালে দায়িত্ব পালনে গিয়ে রাজশাহী রেঞ্জের আট জেলা ও বিভিন্ন ইউনিটের ২১০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এর মধ্যে প্রাণ হারান একজন। করোনা নিয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১২৮ পুলিশ। বিভাগের বিভিন্ন জেলার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। তবে নিজেদের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮০ জন। এর মধ্যে বিভিন্ন পদমর্যাদার ৭৫ জন পুরুষ এবং ৫ জন
নারী।

jagonews24

করোনা ধরা পড়ার পর তারা আইসোলেশনে ছিলেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার সরাসরি তত্ত্বাবধান করেন পুলিশ সদস্যদের চিকিৎসা। এনিয়ে বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নানান দিক-নির্দেশনাও দেন তিনি।

এএসপি সাকিব হোসাইন আরো বলেন, করোনা জয়ী এসব পুলিশ সদস্য আবারো করোনা প্রতিরোধ যুদ্ধে নেমেছেন। তাদের অভিনন্দন জানিয়েছেন ডিআইজি একেএম হাফিজ আক্তার। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।