করোনাভাইরাস : খুলনায় আক্রান্ত বেড়ে ১০৮০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২১ জুন ২০২০

গত ২৪ ঘণ্টায় খুলনায় আরও ১৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮০ জন।

রোববার (২১ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দফতর থেকে এ তথ্য জানা যায়।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, রোববার খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ২০৯টি। এর মধ্যে ১৪০টির রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৩৪ জনই খুলনার বাসিন্দা। পাশাপাশি যশোরের একজন, নড়াইলের একজন, বাগেরহাটের দুইজন ও গোপালগঞ্জের দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমদে বলেন, রোববার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ১৩৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০৮০ জন।

আলমগীর হান্নান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।