করোনাভাইরাসে রাজশাহীতে আরও ৬ জনের মৃত্যু
রাজশাহী বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন রাজশাহী জেলায়। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য।
তিনি বলেন, করোনাভাইরাসে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন রাজশাহী জেলার। অন্য তিনজনের বাড়ি বগুড়া। বগুড়ায় এখন পর্যন্ত ৩৬ জন মারা গেলেন করোনায়। আর নতুন তিনজন মারা যাওয়ায় রাজশাহী জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জনে।
বিভাগজুড়ে এ পর্যন্ত ৫৫ জন মারা গেলেন করোনায়। রাজশাহী ও বগুড়ার বাইরে বিভাগের নওগাঁয় চার, নাটোরে এক, সিরাজগঞ্জে তিন এবং পাবনায় পাঁচজন মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও কারও মৃত্যু হয়নি।
গতকাল সোমবার বিভাগের আট জেলায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২৫১ জনের। এর মধ্যে ১৩৬ জনই বগুড়ার বাসিন্দা। এছাড়া রাজশাহীতে ৩৫, চাঁপাইনবাবগঞ্জে দুই, জয়পুরহাটে এক, সিরাজগঞ্জে ১২ এবং পাবনায় ৬৫ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ৯৭৫ জন।
এর মধ্যে বগুড়ায় দুই হাজার ৩৩০, রাজশাহীতে ২৯৯, জয়পুরহাটে ২৫৫, নওগাঁয় ২৩৯, সিরাজগঞ্জে ২৮০, পাবনায় ৩৩৬, নাটোরে ১৩৯ এবং চাঁপাইনবাবগঞ্জে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৮৯ জন। এর মধ্যে নওগাঁর ১৮৯ জন, জয়পুরহাটে ১৩৬ জন, বগুড়ার ২৫০ জন, নাটোরের ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ জন, রাজশাহীর ৬১ জন, সিরাজগঞ্জের ১৮ জন এবং পাবনার ২৮ জন। গত ১২ এপ্রিল বিভাগে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে।
ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম