খুলনায় দুই ওয়ার্ডে ২১ দিনের লকডাউন শুরু
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডে প্রথম রেড জোন হিসেবে কড়া নজরদারির মধ্য দিয়ে লকডাউন শুরু হয়েছে। পাশাপাশি জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নেও লকডাউন শুরু হয়েছে।
এসব এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট থেকে শুরু হওয়া লকডাউন চলবে ১৬ জুলাই দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ২১ দিন।
জানা গেছে, লকডাউন এলাকায় বাইরের কেউ ঢুকতে পারবে না। যৌক্তিক কারণ ছাড়া কেউ বের হতে পারবে না। তবে পুলিশ সদস্য, ডাক্তার, নার্স, সাংবাদিকদের বাসা লকডাউনে পড়লে পরিচয়পত্রসহ স্বাস্থ্যবিধি মেনে বের হতে পারবেন। এখানে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার জানান, খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের ২৪টি পয়েন্টে ও ২৪ নম্বর ওয়ার্ডের ৩০টি পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। লকডাউন চলাকালীন কেউ সরকারি নির্দেশনা না মেনে বাইরে ঘোরাঘুরি করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, আইচগাতির দশটি পয়েন্টে ব্যারিকেট দেয়া হয়েছে। ছয়টি ঘাটে ট্রলার চলাচল বন্ধ থাকবে।
২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শমশের আলী মিন্টু বলেন, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। জরুরি পরিষেবায় শুধু ওষুধের দোকান, ক্লিনিক, হাসপাতাল, অ্যাম্বুলেন্স লকডাউনের আওতার বাইরে থাকবে।
তিনি বলেন, করোনার গোষ্ঠীসংক্রমণ রুখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জীবন হরণকারী মহামারি করোনা থেকে রক্ষা পেতে খুলনা জেলা প্রশাসন ঘোষিত সকল নির্দেশাবলি সঠিকভাবে মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।
আলমগীর হান্নান/বিএ