রাজশাহী বিভাগের দুই জেলায় করোনায় মারা যায়নি কেউ
করোনাভাইরাসের সংক্রমণ এবং প্রাণহানির দিক দিয়ে রাজশাহী বিভাগে শীর্ষে রয়েছে বগুড়া জেলা। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি এমনকি করোনা জয়ের দিক দিয়েও বগুড়া জেলা সবার উপরে।
শনিবার (২৭ জুন) বিভাগীয় স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ পর্যন্ত বিভাগে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে চার হাজার ৮৩২ জনের। এর মধ্যে করোনার হটস্পট বগুড়ায় সংক্রমণ ধরা পড়েছে দুই হাজার ৬৬৯ জনের।
এ পর্যন্ত বিভাগে ৭০ জনের প্রাণহানি ঘটেছে করোনায়। এদের মধ্যে সর্বোচ্চ ৪৭ জনই বগুড়ার বাসিন্দা। বিভাগে করোনাজয় করেছেন ৮৯৯ জন। এর মধ্যে সর্বোচ্চ ৩২২ জন বগুড়ার। করোনা নিয়ে হাসপাতালে এসেছেন বিভাগের ৫২৯ জন। এর মধ্যে ২৫৯ জনই বগুড়ার বাসিন্দা।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, একদিনে বিভাগে নতুন করে করোনা ধরা পড়েছে ২৪৩ জনের। এর মধ্যে বগুড়া ও জয়পুরহাটে সর্বোচ্চ ৬৭ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া রাজশাহীতে ৬৩ জন, সিরাজগঞ্জে ২৯ জন, পাবনায় ১৩ জন এবং
নওগাঁয় চারজনের করোনা ধরা পড়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়নি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে।
শনিবার বিভাগে চারজনের প্রাণ গেছে করোনায়। এরা প্রত্যেকেই বগুড়ার বাসিন্দা। পাবনার নয়জন এবং বগুড়ার পাঁচজন মিলিয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৪ জন। এছাড়া নতুন করে করোনা নিয়ে যে সাতজন হাসপাতালে এসেছেন তারাও বগুড়ার বাসিন্দা।
বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪৭৪ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়। এর মধ্যে সাতজনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন ২২ জন।
পাবনায় এ পর্যন্ত ৪১৮ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন আটজন। করোনাজয় করেছেন ৪১ জন। এ পর্যন্ত ৩৬১ জনের করোনা ধরা পড়েছে সিরাজগঞ্জে। এই জেলায় তিনজনের মৃত্যু হলেও করোনাজয় করেছেন ১৮ জন।
নওগাঁয় এ পর্যন্ত ৩২৭ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন চারজন। করোনাজয় করেছেন ২০৫ জন। এ পর্যন্ত ৩২৪ জনের করোনা ধরা পড়েছে জয়পুরহাটে। এই জেলায় করোনায় প্রাণহানি নেই। তবে করোনাজয় করেছেন ১৩৬ জন। নাটোরে এ পর্যন্ত ১৫৫ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন একজন। করোনাজয় করেছেন ৫৫ জন।
বিভাগে সর্বনিম্ন ৯৪ জনের করোনা ধরা পড়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই জেলায় করোনায় প্রাণহানি নেই। তবে করোনাজয় করেছেন ৫৪ জন।
ফেরদৌস সিদ্দিকী/এএম