ময়মনসিংহে নতুন করে ৪৩ জন করোনায় আক্রান্ত
ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৫৬ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, নতুন করে ল্যাবে ১২২২টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ আসে ৬৩ জনের। এর মধ্যে ময়মনসিংহ জেলার ৭০৯টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়।
ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, নতুন ৪৩ জনসহ এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় আক্রান্তের সংখ্যা ১৬৫৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন ও সদরে ৩৩ জন, ভালুকায় ১ জন, ঈশ্বরগঞ্জে ১ জন, ত্রিশালে ৪ জন, গফরগাঁওয়ে ২ জন এবং ফুলবাড়িয়ায় ২ জন রয়েছেন।
জানা যায়, ময়মনসিংহে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬০৮৪টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৫৬ জনের। সুস্থ হয়েছেন ৬৬৮ জন এবং নতুন করে ত্রিশালে ১ জনসহ এ পর্যন্ত মারা গেছেন ২০ জন।
এফএ/জেআইএম