ময়মনসিংহে একদিনে ১২১ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৯ জুন ২০২০

ময়মনসিংহে নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৭৭৭ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের।

রোববার (২৮ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৮৬টি নমুনা পরীক্ষা করে ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার ১২১ জন। বাকি ৫৮ জন নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের বাসিন্দা। জেলার ১২১ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরের ৬৫ জন, মুক্তাগাছার ২২ জন, হালুয়াটের ২০, ফুলপুর-তারাকান্দার ৫ জন, ভালুকার ৪ জন, ফুলবাড়িয়ার ২ জন, ঈশ্বরগঞ্জের ২ জন ও ধোবাউড়ার ১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এবিএম মসিউল আলম বলেন, জেলায় মোট করোনা আক্রান্ত ১৭৭৭ জন। এর মধ্যে বাড়িতে চিকিৎসাধীন আছেন ৯৬২ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৫ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭১০ জন ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।