করোনায় সিলেটে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৩ জুলাই ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় জামাল আহমদ (৬০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসের পাশাপাশি আরও নানা রোগে ভুগছিলেন। তার মরদেহ স্বজনরা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। সেখানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ১০০ শয্যার এই করোনা আইসোলেশন সেন্টারে এখন ৯১ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৭ জনের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও চারজন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এখানকার আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় করোনা আক্রান্ত ১৪ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা ৬৪ জন গেলেন। আর পুরো বিভাগে এ সংখ্যা ৮২ জন। বিভাগের অন্য তিন জেলার মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জে সাতজন, হবিগঞ্জে ছয়জন ও মৌলভীবাজারে পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে সর্বমোট ৪ হাজার ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটের ২৬৮২ জন, সুনামগঞ্জের ১০৩৭ জন, হবিগঞ্জের ৭২২ জন ও মৌলভীবাজারের ৫০৬ জন রয়েছেন। পাশাপাশি সুস্থ হয়েছেন ১৫৮৪ জন।

ছামির মাহমুদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।