করোনাভাইরাস : রাজশাহী মেডিকেলে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৪ জুলাই ২০২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- নগরীর সিপাইপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে গিয়াস উদ্দীন (৪৫) ও বোয়ালিয়া থানা এলাকার মামুন-উর-রশীদের ছেলে আবদুল ওয়াহেদ (৫৭)। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে মারা যান গিয়াস উদ্দীন। একই দিনগত রাত ৩টার দিকে মারা যান আবদুল ওয়াহেদ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া দুইজনের মধ্যে করোনার উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে মৃতের স্বজনদের।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।