করোনার উপসর্গ নিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:৩৪ এএম, ১৩ জুলাই ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার আসাদুল ইসলাম (৫৫) মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

আসাদুল ইসলাম রাজশাহী নগরীর বুধপাড়া এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে।

বিসিএসআইআরের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. মো. ইব্রাহিম জানিয়েছেন, কয়েকদিন ধরে আসাদুল ইসলামের জ্বর-সর্দিতে ভুগছিলেন। প্রথম দফা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। এরপর থেকে নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি।

শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। ওইদিন থেকেই তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় সেখানেই তিনি মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনার উপসর্গ নিয়ে
রামেক হাসপাতালে এসেছিলেন আসাদুল ইসলাম। পরে তার নমুনা নেয়া হয়। কিন্তু পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তিনি মারা গেলেন। রিপোর্ট পেলেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তবে বাড়তি সর্তকতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনকে মরদেহ দাফনের নির্দেশ নেয়া হয়েছে।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।