সিলেট বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটের দুইজন ও সুনামগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৫ জন, সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে আটজন ও মৌলভীবাজারে আটজন মারা গেছেন।
একই সময়ে বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২২ জন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪০৬ জন। আক্রান্তের আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ ভাগই সুস্থ হয়েছেন। অনেকে সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন। বর্তমানে বিভাগে করোনা রোগী রয়েছেন ৩ হাজার ৮৬১ জন।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট বিভাগে শুক্রবার দুপুর পর্যন্ত দুই হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫২ জন, সুনামগঞ্জের ৯১৮ জন, হবিগঞ্জের ৪৬৬ জন ও মৌলভীবাজারের ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৫০ জন করোনা রোগী।
শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৪৯ জন, হবিগঞ্জে ১ হাজার ১৭ জন ও মৌলভীবাজারের ৮১৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জনকে করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৫২ জন, সুনামগঞ্জের ১৪ জন, হবিগঞ্জের ২২ জন এবং মৌলভীবাজার জেলার ৩৪ জন রয়েছেন।
করোনা আক্রান্ত ২১৩ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯০ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ৬০ জন ও মৌলভীবাজারে ২৫ জন চিকিৎসাধীন।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম