সিলেটে করোনায় আরও তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৮ জুলাই ২০২০

সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে একজন সিলেটের অপর দুইজন মৌলভীবাজারের। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৬, সুনামগঞ্জের ১২, মৌলভীবাজারের ১০ ও হবিগঞ্জের আটজন।

ইতোমধ্যে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটের ৮৬, সুনামগঞ্জের ১১ এবং হবিগঞ্জের ১৫ জন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ তিন হাজার ৪০৯, সুনামগঞ্জে এক হাজার ২৬০, হবিগঞ্জে এক হাজার ৩২ ও মৌলভীবাজারের ৮১৭ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে দুই হাজার ৫৫৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটের ৭৫৮, সুনামগঞ্জের ৯২২, হবিগঞ্জের ৪৬৭ ও মৌলভীবাজারের ৪০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সুস্থ হয়েছের ১১ জন।

ছামির মাহমুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।