সিলেট বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২২ জুলাই ২০২০
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিলেটের ও দুইজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বুধবার বুধবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত মোট ১২৪ জন মারা গেছেন। এর মধ্যে সিলেটের ৯১ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগেঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের ১০ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৪৬ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সবশেষ বুধবার দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় তিন হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৩৪৪, হবিগঞ্জে এক হাজার ৯১ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ২৭ এপ্রিল সিলেট বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিনই বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগের দুই হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটের ৯৪১ জন, সুনামগঞ্জের ৯৯৬ জন, হবিগঞ্জের ৫০৬ জন ও মৌলভীবাজারের ৪৫৮ জন রয়েছেন।

ছামির মাহমুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।